রাজবাড়ীতে ১০ মামলার আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীতে ১০ মামলার আসামী সাজাহান সাজুকে ওয়ান শুটারগান দুই রাউন্ড গুলি ও ১৬০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে জেলা সদরে পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় । তিনি জেলা সদরের বানীবহ ইউনিয়নের বৃচাত্তা গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।

অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার
সাজাহান সাজু

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া পিবিএকে জানান,সাজাহান সাজুর বিরুদ্ধে অস্ত্র ,ডাকাতিসহ ১০ টি মামালা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৫ টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১৬০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সাজুর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...