পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রীরচর চাঁদপুর গ্রামে আবারো পূর্ব শক্রতার জেরে একটি কলাবাগানের ৫শতাধিক কলাগাছের পোয়া কেটে ধ্বংস করেছে প্রতিপক্ষের লোকজন।শনিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ডিগ্রীরচর চাঁদপুর গ্রামের আঃ মজিদ শেখের ছেলে মিজানুর রহমান পিবিএকে জানান, একই গ্রামের ছাবু শেখ ও তার ছেলেদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২ ফেব্রুয়ারী সকালে ছাবু শেখের ছেলে শাহিন শেখ ও তাদের ভাড়া করা শতাধিক লোকজন আমাদের কলাবাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ১হাজার কলাগাছ ও ২২টি মেহগনি গাছ কেটে ফেলে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে।
তিনি বলেন, ওই জমি নিয়ে ছাবু শেখের সাথে আমাদের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আমরা আদালতে মামলা করি। আদালত আমাদের পক্ষে রায় দেন। আদালত আমাদের পক্ষে রায় দেয়ায় তারা বেপোয়ারা হয়ে এ কান্ড ঘটায়।
তিনি আরো বলেন, এ ঘটনার জের কাটতে না কাটতে তারা আবারো ওই জমিতে থাকা কর্তনকৃত কলাগাছ থেকে বড় হওয়া পোয়া গতকাল ২০এপ্রিল বিকেলে আবারো লোকজন নিয়ে এসে কেটে ফেলে চলে যায় এবং যাওয়ার সময় আমাদেরকে নানা ধরণের হুমকি দেয়।এ ঘটনার পর তারা চরম আতংকের মধ্যে আছেন বলে জানান।
খানখানাপুর থানার এসআই মনজের হোসেন পিবিএকে বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম দেখতে। কিছু দিন আগে তারা কলাগাছ কেটেছিল যেই বাগান থেকে। সেখান থেকে আবারো কলা গাছ এর পোয়া ছেড়ে গাছগুলো বড় হয়েছে সেই গাছগুলো আবার তারা কেটেছে।গাছ কাটা নিয়ে থানায় একটা মামালাও করা হয়েছে।
পিবিএ/সিএইচ/হক