পিবিএ, রাজশাহী: পিবিএ,রাজশাহী গোয়েন্দা শাখা কর্তৃক রাজপড়া থানা এলাকা থেকে ৫শত দশটি ইয়াবসহ একজনকে আটক করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এতথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকালে রাজশাহী মহানগর সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা শাখা এসআই (নিঃ) ছয়ফুল ইসলাম মহানগর এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৫১০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাপ্পি হোসেন আটক করে পুলিশ। সে রাজপাড়া থানাধীন দাশপুকুর গ্রামের (বউ বাজার) এলাকর বাবলু হোসেনের ছেলে।
গোয়ান্দ শাখা তথ্য মতে আজ শনিবার সকালে রাজপাড়া থানাধীন বহরমপুর শেষ মাথা উপ-পরিচালক (ম্যাজিষ্ট্রেট) এর কার্যালয়, মহিলা সহায়তা কর্মসূচী, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫১০ (পাঁচশত দশ) পিচ, ওজন-৫০.১০ (পঞ্চাশ দশমিক এক শূণ্য) গ্রাম লালচে গোলাপী রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১ আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিএ/ওআই/হক