পিবিএ,রাজশাহী: বিপুল পরিমান গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। শনিবার বিকালে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো মিরাজ (৩৩), গ্রাম-চাকতাই ভাঙ্গাপোল, থানা-বাকুলিয়া, চট্টগ্রাম জেলার আবুল হোসেনের ছেলে।
মৃতঃ বাবুলের ছেলে সোহেল (৩০), কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের বাসিন্দা এবং মিঠু আলী (২৩), গ্রাম-কুসুমবাগ, থানা-মান্দা, নওগা জেলার মুনসুরের ছেলেকে ৯৬ কেজি গাঁজা, ০৫ টি মোবাইল, ১০ টি সীমকার্ড, ০৩ টি মেমোরীকার্ড, ০১ টি কাভার্ট ভ্যান এবং নগদ ১০৬০০ টাকাসহ আটক করে র্যাব।
এবিষয়ে পুঠিয়া থানা ওসি শাকিল আহম্মেদ জানান, আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পিবিএ/ও/আরআই