রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক-৪৮

পিবিএ, রাজশাহী: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। জেলার গোয়েন্দা শাখা এসআই (নিঃ) মোখলেছুর রহমান এবং সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজপাড়া থানাধীন সিটি বাইপাশ (ঘোড়াচত্তর) এলাকা থেকে ১০০০ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করে। আজ বুধবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ সংাবদিতদের জানান, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন আটরশিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৬) এবং মরদোনা গ্রামের আঃ লতিফের ছেলে ইসমাইল (২৭) কে আটক করেছে ডিবি পুলিশ।এবিসয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস

জানান, আটকর্কৃত ব্যাক্তিরা চাপাঁনবাবগঞ্জ গামী বাস কাউন্টার জনৈক খাদেমুলের চায়ের দোকানের সামনে থেকে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় ডিবি পুলিশ তাদের কৌশল অবলম্বন করে অভিযুক্ত ব্যাক্তিরেদ আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৬ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, তানোর থানা ০৮ জন, মোহনপুর থানা ০৫ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০৩ জন, দূর্গাপুর থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৭ জন, বাঘা থানা ০৪ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করে। যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও ০৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সর্ম্পূন্য করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

পিবিএ/ওবায়দুল ইসলাম রবি/বিএইচ

আরও পড়ুন...