রাজশাহীতে পুলিশ সাংবাদিকের মতবিনিময় সভা

পিবিএ,রাজশাহী: রাজশাহী সার্বীক অপরাধ দমনে যৌথভাবে কাজ কারার বিষয়ে জেলা পুলিশ সুপার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এক-দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এজেলার সাংবাদিক বন্ধু প্রিয় বলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পুলিশ সুপার শহীদুল্লাহ।
রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে নারী ঘটিত অপরাদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এজেলার তেমন কোন দূর্ঘটা না ঘটলেও পূর্ব প্রস্ততী পুলিশ বাহীনির আছে। দেশের জনগনের ভ্যাট ট্রাক্স দিয়ে পুলিশ বাহীনিসহ সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতার ব্যবস্থা হয়।

পুলিশ বাহীনির সকল সদস্য বিলাশীতা করতে আসেনি। পুলিশ জনগনের সেবক। তদুপরি আইজিপি বলেছেন, সংশ্লিষ্ট থানা এলাকার জনগন যেন কোন ভাবেই মিথ্যা মামলা বা অসম্মানীত না হয়। যার দরুন প্রত্যেক দিন এজেলার থানা পুলিশদের বিভিন্ন ভাবে মনিটরিং করা হচ্ছে। তদুপরি বৃহত্তর জনগনের সার্বিক জীবন যাপনের কথা চিন্ত করে সকল ধরনের সিনতায়, চুরী, ডাকাতি প্রায় বন্ধ হয়েগেছে। এছাড়া জেলা শহর ও উপজেলার ভ্যাম্যমান স্থাপনা উচ্ছেদ নিয়ে কাজ করছে পুলিশ।
রাজশাহীর বিভিন্ন অপরাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে আলোকপাত করেন সাংবাদিক ও জেলা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসন, ইফতেখায়ের আলমসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পিবিএ/ও/হক

আরও পড়ুন...