করোনা মহামারিতে মানবিক সহায়তা

রাজশাহীতে ১ লাখ পরিবার খাদ্য সহায়তা পাবে – মেয়র লিটন


পিবিএ, রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। আজ মঙ্গলবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এ কথা বলেছেন। প্রথমধাপে স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ২০ হাজার পরিবারকে ১০ কেজি চাল ও ৫০০গ্রাম ডাল প্রদান করা হয়।
নগর ভবনে ৩ হাজার ৭শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও একটি সাবান প্যাকেটজাত করে বিতরণের মাধ্যমে কর্মসূচী উদ্ভোধন করা হয়।
ইতোমধ্যে ২০ হাজার পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়েছে। রাজশাহীতে রিকশা ও অটোরিকশা চালক, দিনমুজুর, শ্রমিকসহ লক্ষাধিক নিম্ন আয়ের মানুষ রয়েছে।

করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে নগর ভবনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। ত্রাণ বিতরণে যথাযথ তদারকির কথা জানিয়ে মেয়র বলেন, ত্রাণ বিতরণ কাজে কোন ধরনের অনিময়ের অভিযোগ পাওয়া গেছে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী বাসীকে নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে আমরা সব সময় আছি। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত একজনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। করোনা রোগী না পাওয়া গেলেও আমরা এ ব্যাপারে সতর্ক আছি।

এদিকে রাজশাহীতে আগামী ১ এপ্রিল থেকে করোনা রোগী শনাক্ত করা হবে। রাজশাহী মেডিকেল কলেজে করোনা রোগী শনাক্তে ল্যাব প্রস্তুত করা হচ্ছে। করোনা বিস্তার রোধে ৩০টি ওয়ার্ডে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন, ২০,০০০ মাস্ক তৈরি করে বিতরণ, নগরীর ২৭টি পয়েন্টে সেনিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, ৩০০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান, সচেতনতা লিফলেট বিতরণ, মাইকিং, কেবল নেটওয়ার্কে এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ডে প্রচার, মহানগরীর রাস্তা জীবাণুমুক্তকরণের কাজ চলমান, চিকিৎসকদের সুরক্ষায় চীন থেকে ৩০০ পিপিই ক্রয়, পরিচ্ছন্ন কর্মীদের জন্য নিরাপদ পোশাক, মাস্ক, হ্যান্ড গ্লোবস্ সরবরাহ ও স্প্রে মেশিনে ক্রয় এবং ওয়ার্ড পর্যায়ে স্প্রে করা হচ্ছে। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পিবিএ/ওবায়দুল এসলাম রবি/মোআ

আরও পড়ুন...