রাজশাহীতে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

পিবিএ, রাজশাহী : রাজশাহীতে ৪ কোটি ৬ লাখ ৭৯ হাজার ১৬৫ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী ব্যাটালিয়ান ১ বিজিবির সদর দফতরে এই মাদকগুলো ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী মাদকবিরোধী শপথ নিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, মালিকবিহীন জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে ৬৪ হাজার ৯০৫ বোতল ফেন্সিডিল, ২ দশমিক ৫১০ গ্রাম ১৮ পুরিয়া হেরোইন, ১ হাজার ২০১ বোতল বিদেশী মদ, ২৬.৫ লিটার চোলাই মদ, ১৯ হাজার ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৪ কেজি ৪৫০ গ্রাম ৬২ পুরিয়া গাঁজা, ৭ হাজার ৮০০ প্যাকেট পাতা বিড়ি, ৯০.০২০ পিস অনাগ্রা/নিমোসিল ট্যাবলেট, ১৪৪ কেজি কীটনাশক, ৪ হাজার ১২৫ পিস ইনজেকশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনালে মো. কায়সার হাসান মালিক।
এছাড়া রাজশাহী জেলা ও নগর পুলিশের প্রতিনিধি, র‌্যাব-৫ এর প্রতিনিধিসহ অনুষ্ঠানে রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
পিবিএ/রুবেল ইসলাম/ জেডআই

আরও পড়ুন...