রাজশাহীর কর্মরত সাংবাদিকদের পিপিই উপহার দিলেন এসপি

ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী: রাজশাহী রেঞ্জ ডিআইজি হাফিজ আক্তার এবং জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ যৌথ উদ্দ্যোগে জেলায় কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের করোন ভাইরাস প্রতিরোধক পিপি উপহার দিয়েছেন।
আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর প্রদানকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওই সময় জেলার সাংবাদিকরা সু-রক্ষা কোন মাস্ক এবং পিপি ছাড়ায় তাদের কাজ করে যাচ্ছেন। বিষয়টি অনুধাবন করেন রেঞ্জ ডিআইজি হাফিজ আক্তার। পরে জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ উপস্থিত সকল সাংবাদিকদের একটি পিপি উপহার স্বরুপ নিজ হাতে বিতরণ করেন।

কর্মরত সাংবাদিকরা কোভিড-১৯ প্রতিরোধক সুরক্ষা পোষাক পেয়ে কিছুটা তাদের কাজে কর্তব্য পরায়ন হবে বলে আশাবাদি। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মাহামুদ, ইফতেখায়ের আলমসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...