রাজশাহীসহ ৩ জেলায় চক্ষু সেবায় উৎফুল্ল এলাকবাসী

পিবিএ, রাজশাহী : রাজশাহীর ৯টি উপজেলাসহ চাপায়ঁনবাবগঞ্জ, নওগা এবং নাটোরে স্বাস্থ্য সেবাকেন্দ্র নতুন ভাবে সংযোজন হয়েছে ১৫টি আধুনিক চক্ষু সেবা প্রদান প্রতিষ্ঠান “কমিউনিটি ভিশন সেন্টার”। স্থানীয় পর্যায়ে সর্বস্তরের মানুষ চক্ষু সেবায় বেশ উৎফুল্ল। বর্তমান সরকারের উদ্ব্যেগে চিকিৎসা সেবা নিশ্চিত করণে এই আধূনিক ব্যবস্থাপনা সূচনা হয়েছে।

রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া, দূর্গাপুর, বাঘমারা, মোহনপুর, পবা, তানোর, গোদাগাড়ীর প্রেমতলী, চাপাঁয়নবাবগঞ্জের শিাবগঞ্জ, নওগার মান্দ ও মহদেবপুর, নাটোর জেলার সিংরা এবং বড়াউগ্রামে “কমিউনিটি ভিশন সেন্টার” নামে চক্ষু সেবা দেয়া হচ্ছে।

এসেন্টারে চক্ষুসেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানাযায়, শরীরের প্রতিটি অংশ গুরুত্বপূর্ন্য কিন্ত চোখ সর্বত্তম। বয়স বৃদ্ধি হওয়ার সাথে দৃষ্ঠি শক্তি অনেক কমে আসে। ভাল মানের চিকিৎসক না পাওয়ার কারণে রোগীদের দূর-দূরান্তে যেতে হয়। এবছরের গত ২ এপ্রিল থেকে চালু হয়েছে চক্ষু সেবা, যা সাধারনদের জন্য আর্শিবাদ স্বরুপ।

আজ রবিবার সকালে রাজশাহী জেলার চারঘাট উপজেলার “কমিউনিটি ভিশন সেন্টার” পরিদর্শকালে দেখা যায় র্দীঘ লাইন দিয়ে দাড়িয়ে আছে চক্ষু সেবা নেয়ার জন্য। সেবা নিতে কিছুটা বিলম্ব হলেও রোগীরা বেশ উৎফুল্ল। বেসরকারী প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসা নিতে গেলে অনেক অর্থ গুনতে হয়, ভোগান্তিও আছে অনেক। এখানে কোন ফি নেয়া হয়না বরং আধুনিক প্রক্রিয়ায় চিকিৎসাসহ ঔষধ, চশমা বিতরণ করা হচ্ছে বলে জানান সিনিয়র ষ্টাফ নার্স রোজিনা খাতুন এবং গীনারা খাতুন।

সর্বস্তরের মানুষের জন্য সরকারী ব্যবস্থপানায় “কমিউনিটি ভিশনসেন্টার” এই চিকিৎসা সেবা। প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত আধুনিক পদ্ধতিতে স্থানীয়রা সেবা নিচ্ছেন। তদুপরি প্রতিনিয়িত ওই সেন্টানরকে মনিটরিং করা হচ্ছে। সময় সাপেক্ষে চক্ষু সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে জানান চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মতিউল ইসলাম (অর্থপ্যাডিক স্যার্জারী)।

ওবায়দুল ইসলাম রবি/পিবিএ/বাখ

আরও পড়ুন...