রাজশাহী কলেজে পর্বতের চিত্র ও পর্বত আরোহণের সরঞ্জাম প্রদর্শনী

পর্বতের চিত্র ও পর্বত আরোহণের সরঞ্জাম প্রদর্শনী

পিবিএ, রাজশাহী : আর্ন্তজাতিক পর্বত দিবস পালন উপলক্ষ্যে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে পর্বতের চিত্র ও পর্বত আরোহণের সরঞ্জাম প্রদর্শনী।

বুধবার কলেজ প্রাঙ্গনে ঢাকার ‘দ্যা কোয়েস্ট, ও রাজশাহীর ‘ভার্টিকাল ভেঞ্চার’ এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী হয়। প্রদর্শনীতে ৫১টি স্থির চিত্র ও পর্বত আরোহনের তাবু,ব্যাকপ্যাক, জুতা সহ বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হয়।

সকাল থেকেই স্টলগুলোতে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।তারা পবর্ত আরোহনের বিভিন্ন দিক ও কলাকৌশল সর্ম্পকেও ধারনা পান এই আয়োজন থেকে।

আয়োজকরা জানান,ঢাকায় এ ধরনের আয়োজন হলেও রাজশাহীতে এই প্রথম। পর্বত আরোহনে তরুন শিক্ষার্থী এবং আগামী প্রজন্ম যাতে উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যেই এ প্রদর্শনী।

পিবিএ/রুবেল ইসলাম/ জেডআই

আরও পড়ুন...