রাজস্ব কর্মকর্তাদের জন্য পদক প্রবর্তন করা হচ্ছে

mosharraf-hossain-bhuiyan

পিবিএ ডেস্ক : কর আহরণে অনুপ্রেরণা যোগাতে এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের জন্য প্রথমবারের মত পদক প্রবর্তন করা হচ্ছে। এই রাজস্ব পদক দেয়া হবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনটি বিভাগ আয়কর, কাস্টমস্ এবং ভ্যাট (মূল্য সংযোজন কর) কর্মকর্তাদের। এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রনয়নের কাজ শুরু করেছে এনবিআর। চলতি বছর থেকে এই পদক চালুর পরিকল্পনা রয়েছে এনবিআরের।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেন, ‘পুলিশ পদকের আদলে রাজস্ব পদক প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। যারা কর আহরণ করছেন, তাদের কাজের উৎসাহ যোগাতে আমরা পদক প্রবর্তন করতে যাচ্ছি।’ চলতি বছর থেকে এই পদক প্রবর্তন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মোশাররফ হোসেন বলেন, ‘পুলিশ পদকের আদলে রাষ্ট্রপতি রাজস্ব পদক, অর্থমন্ত্রী রাজস্ব পদক এবং এনবিআর চেয়ারম্যান রাজস্ব পদক-এই তিন ক্যাটাগরিতে কর কর্মকর্তাদের পদক প্রদানের প্রাথমিক পরিকল্পনা নেয়া হয়েছে। আয়কর দিবস, কাস্টমস দিবস এবং ভ্যাট দিবসে এই পদক প্রদান করা হবে। আর পদকপ্রাপ্ত কর্মকর্তাদের পুরুস্কার হিসেবে থাকবে সনদ, ক্রেস্ট এবং অর্থ।’

তিনি বলেন, পদক প্রদানের ক্ষেত্রে কর্মকর্তাদের দায়িত্ব পালনে পেশাদারি ও সততা, কর্মদক্ষতা এবং রাজস্ব আহরণে অবদান এসব বিবেচনায় নেয়া হবে। তবে পদকের জন্য কর্মকর্তা নির্বাচনের পদ্ধতি এখনও চূড়ান্ত করা হয়নি বলে তিনি জানান। তিনি বলেন, ‘রাজস্ব প্রশাসনে যারা ভাল কাজ করছেন, যারা কর আহরণে অবদান রাখছেন-পদক প্রবর্তনের এই উদ্যোগ তাদেরকে আরো উদ্বুদ্ধ করবে। আমি মনে করি সরকারের কোষাগারে অর্থ যোগানের জন্য যারা কাজ করছেন,এই পুরুস্কার তাদের জন্য প্রনোদনা হিসেবে কাজ করবে।’ পদক প্রদানের পুরো কর্মপদ্ধতি ঠিক করতে শীঘ্রই কমিশনারদের নিয়ে সভা করা হবে বলে মোশাররফ হোসেন জানান।

পিবিএ/জিজি

আরও পড়ুন...