‘রাজহংস’ বিমানের চতুর্থ ড্রিমলাইনার শনিবার দেশে আসছে

ড্রিমলাইনা
নতুন প্রজন্মের ও সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’ এই মডেলে হবে।

পিবিএ, ঢাকা: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এর পরিবর্তে ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শনিবার যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ৪র্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’। আগামি শনিবার ১৪ সেপ্টেম্বর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিকেল পৌনে ৪টায় অবতরণ করার কথা। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে।

এর আগে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার আসার কথা ছিল।

বিমানটির হস্তান্তর গ্রহণ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল সিয়াটলে বোয়িং কোম্পানীর এভারেট ডেলিভারী ও অপারেশন্স সেন্টারে রয়েছেন।

আরও পড়ুন...