রাজারহাটে কলেজ শিক্ষকের রহস্যজনক মৃত্যু

পিবিএ,রাজারহাট(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট পুলিশ কলেজ শিক্ষক ইন্দ্রজিৎ রায় (৪৮) এর লাশ উদ্ধার করেছে। ওই শিক্ষকের গলায় গামছা পেছানো অবস্থায জানালার গ্রিলের সঙ্গে লাশ ঝুলে ছিল। তাঁর এ মৃত্যুকে ঘিরে দিনভর এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। শনিবার রাজারহাট থানার অদুরে উপজেলা দূর্গামন্দিরের সামনে তাঁর নিজ বাসায় এ ঘটনা ঘটে।কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ কলেজ শিক্ষক ইন্দ্রজিৎ রায় (৪৮) এর লাশ উদ্ধার করেছে

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শনিবার দুপুরে ইন্দ্রজিতের কন্যা তৃতীয় শ্রেণীর ছাত্রী স্বর্ণ রায় স্কুল থেকে বাসায় ফিরে তাঁর বাবার গলায় ফাঁস দেয়া দেখে চিৎকার দিলে বাড়ীর দিনমজুর কবির উদ্দিন ছুটে এসে ফাঁস গলা থেকে কেটে দেয়। পরে পথচারী ও এলাকবাসী ছুটে এসে লাশ দেখতে পায়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ইন্দ্রজিতের লাশ বসতঘরের পশ্চিম পার্শ্বের জানালার গ্রিলে মাত্র ৫ফুট উঁচুতে দাঁড়ানো ছিল। এছাড়া প্রাথমিকভাবে তাঁর গলায় দাগ ছাড়া শরীরের কোন অংশে আঘাতের চিহৃ ছিল না বলে থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিবুর রহমান জানান।

ইন্দ্রজিত রায় কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি উপজেলার নাজিমখান ইউনিয়নের বাইশার পাড় গ্রামের মৃত নবিন্দ্র সরকারের পুত্র বলে জানা গেছে। এব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে লাশের ময়নাতদন্ত করার জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করলে রোববার ময়না তদন্ত সম্পন্ন করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়না তদন্ত রিপোর্ট থানায় পৌঁছে নি। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, ইউডি মামলা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পিবিএ/পিএমএস/আরআই

আরও পড়ুন...