প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও আওয়ামীযুুবলীগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে চাঁদাবাজি মামলায় গত সোমবার(১৩জুলাই) কুড়িগ্রাম বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।
আটককৃত আমিনুল ইসলাম আমিন (৩৩) ওই ইউনিয়নের মতিয়ার রহমানের পুত্র বলে জানা গেছে। আমিন ও তার লোকজন গত ৩জুলাই শুক্রবার একই ইউনিয়নের ভীমশর্মা কোটেশ্বর বিলের সরকারি লিজকৃত ইজারদার সাদেকুল ইসলাম স্বপন ও তার লোকজনকে প্রাণনাশের হুমকি, কেয়ারটেকার রুম ভাংচুর-লুুটপাট ও ৩ লাখ টাকা চাঁদা দাবি করায় সাদেকুল ইসলাম স্বপন ৮জুলাই আমিনুল ইসলাম আমিনকে প্রধান আসামী করে ৭/৮জনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। ১৩ জুলাই অভিযুক্ত আসামীরা কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল আদালতে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত আমিনুল ইমলাম আমিনের জামিন নামঞ্জুর করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে। আমিনুল ইসলাম আমিন উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম ব্লকে কর্মরত।
উল্লেখ্য, ভূমিমন্ত্রালয় কর্তৃক উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ বছরের জন্য ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর মৎস্যজীবী সমবায় সমিতির নামে কোটেশ্বর বিলটি ইজারা হয়। এরই প্রেক্ষিতে এবছরের ৩০ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগমের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারের সহযোগীতায় কোটেশ্বর বিলটি দখলমুক্ত করে পোনা মাছ অবমুক্ত করেন।
পিবিএ/এসডি