রাজীবপুরে গৃহবধূকে শ্লীলতাহানি মামলা নিচ্ছে না পুলিশ

পিবিএ, কুড়িগ্রাম: স্বামী দিনমজুর তাই কাজের সন্ধানে বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকতে হয়।এই সুযোগে উপজেলার প্রত্যান্ত গ্রামে ওই দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে একই গ্রামের হিসাব উদ্দিন ।এবিষয়ে রাজীবপুর থানায় অভিযোগ জানালেও গত ১৫ দিনেও রাজীবপুর থানা পুলিশ কোন ব্যাবস্থা গ্রহন করে নি। শ্লীলতাহানি ওই পরিবারটি শঙ্কায় রয়েছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের মদনের চর গ্রামের।বখাটে হিসাব উদ্দিন একই গ্রামের রহম আলীর ছেলে। শ্লীলতাহানির স্বীকার ওই নারীর স্বামী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমি বাড়িতে থাকি না কামলা দিয়া খাই এই সুযোগে আমার গ্রামের হিসাব উদ্দিন আমার বউকে কু প্রস্তাব দিত।

স্বামী দিনমজুর তাই কাজের সন্ধানে বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকতে হয়।
গৃহ বধূকে শ্লীলতাহানি মামলা নিচ্ছে না পুলিশ
গত ১তারিখ(১ এপ্রিল ) রাইতে আমার স্ত্রী ঘরের বাইরে বার হইলে হিসাব উদ্দিন ঘরে ঢুকে লুকিয়ে থাকে পরে আমার স্ত্রী ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলে সে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার কইরা ডাকাডাকি করলে গ্রামের মানুষ জরো হইলে হিসাব উদ্দিন পালাইয়া যায়।আমি মামলা করবার চাইলে গ্রামের মাতবর’রা জোর কইরা বিচার করে বিচারে ২০ হাজার টেহা জরিমানা করে।জরিমানার টাকা বাদশা মিয়ার কাছে আছে আমরা নেই নাই।মামলা করি পুলিশ মামলাও নেয় না। তিনি আরও বলেন টাকা চাই না আমি বিচার চাই। গ্রাম্য বিচারের বিষয়ে জানতে বাদশা মিয়ার মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি ফলে তার মন্তব্য নেওয়াও সম্ভব হয় নি।
গৃহবধূকে শ্লীলতাহানি ও থানায় মামলা না হওয়ার বিষয়ে জানতে চাইলে চাইলে রাজীবপুর উপজলা পরিষদ চেয়ারম্যান আকবর হাসন হিরো বলেন,শুনেছিলাম বিষয়টি টাকা দিয় মিমাংসা করা হয়েছে। থানায় পরিবাটির অভিযোগ নিচ্ছে না এ বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবারটি অভিযাগ দিয়েছে ধর্ষণের চেষ্টা করা হয়েছে আবার বিভিন্ন জায়গায় বলছে ধর্ষণ করা হয়েছে তাই মামলা করতে বিলম্বিত হচ্ছে বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হবে।পরিবারটির ন্যায় বিচারে পুলিশ পক্ষ থেকে ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
পিবিএ/ইউএস/আরআই

আরও পড়ুন...