রাজ-শুভশ্রীর ভাসান ডান্স, ভাইরাল (ভিডিওসহ)

রাজ-শুভশ্রীর ভাসান ডান্স, ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ বিনোদন ডেস্কঃ টালিপাড়ার যোগ্য জুটি রাজ-শুভশ্রী! পুজোর প্রতিটি দিন জমিয়ে উপভোগ করেছেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে পুজো যাপনের ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। কখনও হাত ধরে ঘুরেছেন, আবার কখনও বা বিজয়া দশমীতে শুভশ্রীর সিঁথি রাঙিয়ে দিয়েছেন রাজ।

কিন্তু ওই সেলেব জুটি যে ভাসান ডান্সেও যে কাউকে টেক্কা দিতে পারেন তা কি আপনি জানতেন? বুধবার ইনস্টাগ্রামে শুভশ্রীর একটি ফ্যানক্লাব তাঁদের ভাসান নাচের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, কোমরে শাড়ি গুঁজে রাজের সঙ্গে রীতিমতো পেশাদার ভাসান নাচ নাচ্ছেন শুভশ্রী। রাজও কিন্তু কিছু কম যাননা। স্ত্রীকে যোগ্য সঙ্গত দিচ্ছেন তিনিও।

পুজো অতিক্রান্ত হয়েছে বেশ কিছু দিন। পার হয়ে গিয়েছে দীপাবলি, ভাইফোঁটাও। ব্যস্ত শিডিউলে আবারও ফিরে গিয়েছেন সেলেব থেকে সাধারণ। কিন্তু ঢাকের ছন্দে ওঁদের মেতে ওঠার মুহূর্ত দেখলে আপনিও হয়তো ফিরে যাবেন সদ্য পার করা পুজোর মেজাজে।

দেখে নিন ওই তারকা জুটির ভাসান নাচের ভিডিও

https://www.instagram.com/p/B4PTxidDVGo/?utm_source=ig_embed

পিবিএ/এমআর

আরও পড়ুন...