পিবিএ,রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগর রেললাইন থেকে প্রায় ৫২ বছর বয়সি এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার রাত অনুমান নয়টায় উপজেলার রেল লাইনের চকের ব্রিজের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো: মনজের আলী জানান, রাণীনগর রেল ষ্টেশনের দক্ষিণ দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে চকের ব্রিজর দক্ষিণে লাইনের উপর এক নারীর লাশ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে রাত অনুমান নয়টায় পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি অনুমান করেন জানান, হয়তো মানসিক ভারসাম্যহীন হতে পারে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। দিনের কোন এক সময় লাইনের পাশ দিয়ে চলার সময় হয়তো ট্রেনের ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়ে ঘটনাাস্থলেই মারা যান। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হযেছে বলে জানিয়েছেন তিনি।
পিবিএ/সুকুমল কুমার প্রামানিক/এসডি