পিবিএ,ঠাকুরগাঁও প্রতিনিধি: কয়েক হাজার শিক্ষার্থী, সাধারণ জনগণ আর বিভিন্ন দলের নেতাকর্মীর উপস্থিতিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবীতে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (৪ আগস্ট) বিকেলে পৌর শহরের মিনি স্টেডিয়ামে ছাত্র-জনতা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে বন্দর অভিমুখে রওনা দিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একটি মিছিল শিবদিঘী অভিমুখে যাওয়ার পথে মুক্তা সিনেমার সামনে দুটি মিছিল একত্রে হয়ে পড়ে। এসময় আন্দোলনকারীদের হাতে লাঠি সোটা দেখে আতংকিত হয়ে শহরের সমস্ত দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা ও শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন তারা চালিয়ে যাবেন। এদিকে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের কারণে উপজেলা পরিষদ ও থানার প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অপরদিকে ছাত্র-জনতার মিছিলের সময় রাণীশংকৈল থানা পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এদিকে জেলার বিভিন্ন উপজেলায় ছোট বড় বেশ ভাংচুরের কয়েকটি ঘটনা ঘটে।