পিবিএ,রাণীশংকৈল(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৩ আগস্ট রবিবার নতুন করে উপজেলা কৃষি কর্মকর্তাসহ ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কৃষি কর্মকর্তা সঞ্চয় দেবনাথ (৪৩) পিতা সুশিল দেবনাথ বাড়ি দিনাজপুর। তিনি রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। আরেকজন পৌরশহরের বন্দর এলাকার পূর্ণচন্দ্র বসাকের ছেলে হেরেন বান বসাক। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬ জন, মারা গেছেন- ২ জন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন।
পিবিএ/মো: সবুজ ইসলাম/এসডি