পিবিএ ডেস্ক : এডিলেডের ওয়ান ডেতে শুধু ভারতই জেতেনি, জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিও। বিরাট কোহালির ৩৯তম ওয়ান ডে সেঞ্চুরি ভারতকে জয়ের রাস্তায় এনে দেওয়ার পরে ম্যাচ শেষ করে আসেন গ্রেট ফিনিশার ধোনি। শেষ ওভারে তার ব্যাট থেকে পাওয়া গিয়েছে বিশাল একটা ছক্কাও। ফিনিশার ধোনিকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত কোহালি বলেন, ‘মঙ্গলবার রাতে একটা এম এস ধোনির ক্ল্যাসিক দেখা গেল।’
অস্ট্রেলিয়ার নয় উইকেটে ২৯৮ রান তাড়া করতে নেমে কোহালি করে যান ১১২ বলে ১০৪। কিন্তু ভারত অধিনায়ক যখন আউট হন, জয়ের জন্য তখন ৬.২ ওভারে ৫৭ রান বাকি। দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে যে রানটা তোলেন ধোনি (৫৪ বলে ৫৫ অপরাজিত)। শেষ ওভারে দরকার ছিল সাত রান। জেসন বেহরেনডর্ফের প্রথম বলেই বিশাল ছক্কা মেরে ম্যাচের ভাগ্য ঠিক করে দেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক।
ম্যাচের শেষে টিভি–তে উচ্ছ্বসিত কোহালি বলেন, ‘ধোনি ম্যাচকে একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। ওই সময় ওর মাথার মধ্যে কী চলছে, ধোনি ছাড়া কেউ জানে না। তবে নিজের ওপর ধোনির পুরো আস্থা আছে যে, শেষ দিকে ওই বড় শটগুলো মারতে পারবে। রাতটা ওরই ছিল।’
একই সঙ্গে দীনেশ কার্তিকেরও প্রশংসা শোনা গিয়েছে কোহালির মুখে। ‘দীনেশও দারুণ খেলেছে। ধোনির ওপর থেকে চাপটা কমিয়ে দেয় ও’।
পিবিএ/জিজি