পিবিএ, রংপুর: রাতের রানীখ্যাত নাইট কুইন ফুল। বছরে একবারে ফুটে। বর্ষাকালে রাতে ফোটে আবার সেই রাতেই ঝরে যায়। এটাই এই ফুলের বৈশিষ্ট্য। আর এর নজরকাড়া সুগন্ধ মানুষকে আকৃষ্ট করে। মঙ্গলবার রাত সাড়ে বাড়োটায় এই ফুল ফুটেছে রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া সাব্বির হায়দার আশিক/আবির হায়দার আকাশদের বাসায়। এদের বাসায় গিয়ে দেখা যায়, বাসার আঙ্গিনায় নাইট কুইন, গোলাপ ও ঘাসফুলসহ বিভিন্ন ধরনের ফুলের গাছের চারা।
সাব্বির হায়দার আশিক জানান, ১০ বছর আগে শখের বশেই বাসায় বিভিন্ন ধরনের ফুলের চারা রোপন করেছিলাম। রাতের রানীখ্যাত এই ফুলটি বর্ষাকালে কোন একদিন রাতে ফোটে আবার সেই রাতেই ঝরে যায়। ফুলটির রঙ সাদা। ফুটলে পাপড়িগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রতিটি গাছে ৫ থেকে ১০টি ফুল ফোটে। এর সুগন্ধ মনকে আকৃষ্ট করে।
আবির হায়দার আকাশ জানান, ফুলের সুগন্ধে রাস্তা দিয়ে চলাচলকারী অনেক মানুষ বাসায় ফুলের গাছ দেখতে আসেন। তখন খুব ভালো লাগে। আবির আরো বলেন, আমার আম্মু ফুলকে খুব ভালোবাসেন। তাই কোথাও ভালো জাতের ফুল গাছ দেখলে বাসায় নিয়ে আসি। তাকে এ কাজে উৎসাহ দেই।
পিবিএ/মেজবাহুল হিমেল/বাখ