রাতে যাত্রাবাড়ীতে ভয়াবহ আগুন

যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় বুধবার রাত ১২টার দিকে একটি মাদ্রাসার ছাত্রাবাস ভবনের নীচতলায় গোডাউনে আগুন লাগে

পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় রাত ১২টার দিকে একটি মাদ্রাসার ছাত্রাবাস ভবনের নীচতলায় একটি গোডাউনে আগুন লাগে।তবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।তবে ছাত্রাবাসের আটকেপড়া শিক্ষার্থীরা অত্যন্ত আতংকের মধ্যে ছিল বলে জানা গেছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির বলেন, উত্তর কুতুবখালীর বায়তুল মামুর জামে মসজিদের পাশের গলিতে একটি ভবনের নিচতলায় আগুন লাগে। এখানে টেলিভিশনের গোডাউন ছিল। ভবনের ৬ ও ৭ তলায় মাদরাসার শিক্ষার্থী থাকতো। কোনো হতাহতের সংবাদ পাইনি। তবে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ভবনটির নীচতলায় অবস্থিত একটি টিভি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় রাত দেড়টা না নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন পিবিএ’কে এসব তথ্য জানান। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়, এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...