পিবিএ,রাণীশংকৈল(ঠাকুরগাঁও): পাটকল রক্ষা, পাটচাষি বাঁচাতে,বন্যাত্তোর কৃষি পূর্ণবাসন সহ কৃষক-খেতমজুরদের পেনশন ও রেশণিং ব্যবস্থা চালু করা সহ ১৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন রানীশংকৈল এর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিটি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী,জেলা খেতমজুর ইউনিয়ন সস্পাদক তৈইমুর হোসেন, হামিদুর ইসলাম, সাদেকুল ইসলাম, আব্দুর গফুর প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক ও খেতমজুরা অংশ গ্রহন করেন । মানববন্ধন শেষে ১৫ দফা দাবি উল্লেখ্য করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
পিববিএ/মো: সবুজ ইসলাম/এসডি