পিবিএ,ডেস্ক: ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি তো দেখে থাকলে প্রশ্নটা জাগবেই। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ৪৩তম ওভারে ইংল্যান্ডের ব্যাট্সম্যন টম কারেনের রান আউটের আবেদন কেন করলেন না? ওটা আউট হলে কিন্তু ম্যাচের ফল পাল্টেও যেতে পারত।
ইংল্যান্ডের ইনিংসে তখন ৪৩তম ওভারের খেলা চলছে। মোহাম্মদ হাসনাইনের করা দ্বিতীয় বলটি মিড উইকেটে ঠেলে দিয়েই রান নিতে চেয়েছিলেন কারেন। নন স্ট্রাইক প্রান্তে থাকা বেন স্টোকস প্রান্ত বদল করতে চাননি। কারেনকে তিনি ফেরত পাঠান। ওদিকে ফিল্ডারের থ্রো স্টাম্পে লাগলেও রান আউট হওয়া থেকে কোনোমতে বেঁচে যান কারেন। কিন্তু বল সরাসরি স্টাম্পে লেগে ফাঁকা জায়গায় চলে গেলে দুটি রান নেওয়ার সুযোগ পেয়ে যান স্টোকস-কারেন জুটি। আর এই ২ রান নিতে গিয়েই রান আউট হয়েছিলেন কারেন।
দ্বিতীয় রান নিতে স্ট্রাইক প্রান্তে পড়িমরি করে ছুটছিলেন কারেন। ফিল্ডারের থ্রো পেয়ে স্টাম্প ভাঙেন সরফরাজ। ওটা রান আউট ছিল কি না, তা সাদা চোখে বোঝা যায়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, সরফরাজ নিজেও আউটের আবেদন করেননি আর মাঠের আম্পায়ারও তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হননি। পরে ভিডিও রিপ্লেতে দেখা গেছে, সরফরাজ স্টাম্প ভাঙার সময় কারেনের ব্যাট ক্রিজের দাগের বাইরে ছিল।
ম্যাচটি জিতে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। আর হারের পর সংবাদ সম্মেলনে রান আউটের আবেদন না করা নিয়ে প্রশ্নবাণের মুখে পড়েন পাকিস্তান অধিনায়ক সরফরাজ, ‘কোচ রান আউটের ব্যাপারে বলেছেন। আমি ভেবেছিলাম বেলস দুটি আগেই পড়েছে। ভেবেছিলাম তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লেতে দেখে থাকলে তা মাঠের আম্পায়ারকে বলবে।’অধিনায়কের এভাবে আত্মপক্ষ সমর্থন করাকে পাকিস্তান সমর্থকেরা নিশ্চিতভাবেই ভালোভাবে নেবে না। সিরিজে চতুর্থ ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য বাঁচামরার লড়াই। এমন ম্যাচে রান আউট করার সুযোগ নষ্ট করলে কার সহ্য হয়!
পিবিএ/এইচটি