রাফির বাড়িতে গেছে বিএনপির প্রতিনিধি দল

নিহত নুশরাতদের বাড়ীতে বিএনপি নেতৃবৃন্দ

পিবিএ,ফেনী: আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসারছাত্রী নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করতে ও সমবেদনা জানাতে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

শনিবার (১৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে নুসরাতের বাড়ি যায় প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু প্রমুখ।

তাদের সঙ্গে নুসরাতের বাড়ি গেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারসহ স্থানীয় নেতারা।

বিকালে নুসরাতের বাড়ি সোনাগাজী পৌরশহরের উত্তর চর চান্দিয়া এলাকার মেজো মৌলভী বাড়িতে যায় বিএনপির প্রতিনিধি দল। এ সময় নুসরাতের বাবা-মা ও স্বজনদের সমবেদনা জানান এবং পরে কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।

এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকার বিরোধী দলকে দমন-পীড়নে ব্যস্ত। কিন্তু দেশের মানুষের ভালো কিছু করেছে না তারা।

‘মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মানুষ অসহায় হয়ে পড়েছে।’

নুসরাত হত্যার বিচার চেয়ে তিনি বলেন, নুসরাত হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিৎ। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমগ্র নারী জাতির প্রতি অবমাননা হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...