রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

পিবিএ,রাবি: ফেনীর সোনাগাজী মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উর্দু বিভাগের শিক্ষার্থী মিরান শাহা মুন্নার সঞ্চালনায় ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম কনক বলেন, ধর্ষণ-খুনের বিচার না হওয়ায় রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তারই পরিণতি এ হত্যাকান্ড। এতে নুসরাত হারেনি হেরেছে সভ্যতা বলে মন্তব্য করেন। পাশাপাশি যারা ধর্ষকামী খুনির পক্ষে রাস্তায় নামে ও যৌন সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাতকে যৌন নিপীড়নের চেষ্টার পর পরীক্ষার হল থেকে বের করে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো। কিন্তু দৃশ্যমান কোন কিছুই হলো না। এসময় হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান তারা। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যৌন সন্ত্রাসীদের এবং যারা ধর্ষণকামী খুনির পক্ষে রাস্তায় নামে তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন হায়দার, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, ইসরাফিল আলম, মাজহারুল ইসলাম, মারুফ আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজিতে মাদরাসায় পরীক্ষা কেন্দ্রের ভেতরে ওই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টায় না ফেরার দেশে চলে যান নুসরাত জাহান রাফি

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...