রাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের ঘটনায় আটক ১

পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লিচু চুরি কে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় আশীষ (২৪) নামের ১ জনকে আটক করেছে পুলিশ। নগরীর মতিহার থানায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মারধরের দিন (মঙ্গলবার) রাতে রাবি ছাত্রলীগের আইন অনুষদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মামলাটি করেন।

মামলার আসামিদের মধ্যে প্রাথমিকভাবে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- আশীষ, সানা ও সাদ্দাম। তারা নগরীর কাজলা ও ভদ্রা এলাকার বাসিন্দা। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন পিবিএ’কে বলেন, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। তাদের মধ্যে ১ জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘লিচুকে পাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধর করার ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক। তবে যারা হামলা করেছে তাদের একজনকে পুলিশ আটক করেছে। অন্যদের গ্রেফতার করার জন্য গতকাল রাতেই অভিযানে নেমেছে মতিহার থানা পুলিশ। আর যারা হামলায় যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের প্রতিনিয়তই খোঁজ খবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন ও উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসানসহ ছাত্রলীগের আটজন নেতাকর্মী রোকেয়া হলের পিছনে গোদাগাড়ী বাগানে গোপনে লিচু পাড়তে যায়। বাগানটি পাহাড়ার দায়িত্বে থাকা বেশ কয়েকজন প্রহরি তাদের উস্থিতি টের পেয়ে তাদেরকে লিচু পাড়তে বাধা দেয়। একপর্যায়ে তাদের সাথে স্থানীয়দের সাথে বাকবিতন্ডা হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের উপর লাঠি-বাঁশ দিয়ে সবাইকে এলোপাথাড়ি মারধর করে। এতে কাননের দুই হাতই ভেঙে যায় এবং মেহেদীর এক পায়ে গুরুতর জখম হয়।

পিবিএ/এসএফ/হক

আরও পড়ুন...