পিবিএ,রাবি: ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।
উপ-উপাচার্য ড. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের ভান্ডার হলো লাইব্রেরি।
একটি জাতিকে ধ্বংস করতে হলে গ্রন্থাগারকে ধ্বংস করলেই যথেষ্ট। আমাদের দেশ ও জাতিকে সফলতার চূড়ায় পৌছাতে হলে গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে হবে। বই পড়া ব্যতিত লালিত স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ খালিদ আলম প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগার ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের যৌথ আয়োজনে একটি আনন্দ র্যালি রের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা, কর্মচারী এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পিবিএ/আকরাম হোসাইন/বিএইচ