পিবিএ,রাবি (রাজশাহী): বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ (বায়োআরজিআরইউ) ও সায়েন্স ক্লাবের (আরইউএসসি) যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ বায়োইনফরমেটিক্স এন্ড কম্পিউটেশনাল বায়োলজি এসোসিয়েশন (বিবিসিবিএ) এর সহযোগীতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম।
এ সময় তিনি জানান, আগামী ২মে সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। সম্মেলনে সভাপতিত্ব করবেন রাবি উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের ২৩ জন স্বনামধন্য গবেষক এবং বিজ্ঞানী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকদের উপস্থাপিত পোস্টারের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত সেরা গবেষকদের পুরষ্কৃত করা হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী এম জাকারিয়া, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বানু। এছাড়া তিন জন বিশিষ্ট বিজ্ঞানি কি-নোট স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন। তারা হলেন ড. ফেরদৌসী কাদরী, ড. সৈয়দ সালেহিন কাদরী এবং ড. হাসিনা খান।
সম্মেলনের ১ম দিন (২ মে) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একটি টেকনিক্যাল সেশন, দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পোষ্টার প্রেজেন্টেশন, মৌখিক উপস্থাপন ও টেকনিক্যাল সেশন হবে। ২য় দিন (৩ মে) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত একটি টেকনিক্যাল সেসন চলবে। দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টেকনিক্যাল সেশন এবং বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন শেষ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা ড. প্রভাষ কুমার কর্মকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল হক মোল্লা, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম।
পিবিএ/এসএফ/আরআই