পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের সামনে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।
তিনি বলেন, জয়নুল আবেদিনের মতো মানুষের ফলে এদেশে চারুকলার প্রসার ঘটেছে। তার কিছু সহকর্মী নিয়ে ১৯৪৮ সালে ঢাকায় আর্ট কলেজ স্থাপনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে রুপান্তরিত হয়েছে। সেখান থেকে পাসকৃত শিক্ষার্থীরাই পরবর্তীতে রাজশাহী, চট্টগ্রাম, খুুলনাসহ বিভিন্ন জায়গায় আর্ট কলেজ, ইনস্টিটিউট খোলা হয়েছে। পরবর্তীতে রাবিসহ অনেক বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ প্রতিষ্ঠা করা হয়েছে।
এসময় চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পিবিএ/আকরাম হোসাইন/বিএইচ