রাবিতে ম্যাজিক লণ্ঠন কথামালা বৃহষ্পতিবার

ম্যাজিক লণ্ঠন কথামালা
পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলচ্চিত্রবিষয়ক ষাম্মাসিক গবেষণা জার্নাল ‘ম্যাজিক লণ্ঠন’ এর কথামালা-৮ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বিকেল ৫টায় বিশ^বিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে এ কথামালা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ম্যাজিক লণ্ঠন এর সম্পাদক কাজী মামুন হায়দার।
কাজী মামুন হায়দার জানান, এবারের কথামালায় আলোচনার বিষয় ‘অভিনয় জীবন: ভুল করতে করতে শেখা, আবার নতুন ভুল করা’। কথা উপস্থাপনা করবেন বাংলাদেশের প্রখ্যাত অভিশিল্পী রাইসুল ইসলাম আসাদ।
প্রসঙ্গত, ২০১১ সালে ম্যাজিক লণ্ঠন নামে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ মিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশ করা হয়ে থাকে। তাছাড়া ম্যাজিক লণ্ঠন-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে থাকে।

পিবিএ/এইচ/হক

আরও পড়ুন...