পিবিএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রীদের নানা হয়রানি ও সান্ধ্য আইন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন করেন তারা। বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় বক্তারা বলেন, চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয়।
হলগুলোতে নিজের মাকে গেস্ট হিসেবে রাখার অনুমতি দিলেও কোন আত্মীয় স্বজন এমনকি নিজের বোনকেও রাখার অনুমতি দেওয়া হয় না। কর্তৃপক্ষের এহেন আচরণ শুধু বৈষম্যই না এটি ছাত্রীদের জন্য খুবই পীড়াদায়ক। তাই সান্ধ্য আইন বাতিল এবং হলে গেস্ট রাখার অনুমতি পাওয়ার জোর দাবি জানান।
ছাত্রীদের মানববন্ধনে ছাত্রীদের আন্দোলনকে সংহতি জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ছাত্রীদের বিভিন্ন সমস্যা রেখে স্বপ্নের ক্যাম্পাস গড়া সম্ভব নয়। বরং তাদের সমস্যাগুলো সম্ভব করতে পারলেই বিশ্ববিদ্যালয়কে মডেল হিসেবে গড়া সম্ভব। তাই প্রশাসনের নিকট দ্রুত
সমস্যা নিরসন করার দাবি জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা, রঞ্জু হাসান, জান্নাতুল নাঈম, ছাত্র ফেডারেশনের ইশরাফিল হোসেন প্রমুখ। এদিকে ছাত্রীদের কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করেন শাখা ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন। মানববন্ধন থেকে আগামীকাল গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেন তারা।
এর আগে বুধবার (১০ এপ্রিল) সকালে রহমতুন্নেছা হলের এক আবাসিক শিক্ষার্থীর আপন বোনকে আপমান করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। ওই দিনই সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনের আয়োজন করে ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা।
পিবিএ/এ এইচ/আরআই