পিবিএ,রাজশাহী: অজ্ঞাত ও সর্বহারা পরিচয় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিপ্রাপ্ত ওই দুজন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম এবং দর্শন বিভাগের অধ্যাপক মোতাছিম বিল্লাহ।
এঘটনায় নগরীর মতিহার থানায় করা ড. আমিনুল ইসলামের জিডির কপি থেকে জানা গেছে, সর্বহারা পরিচয় দিয়ে গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অজ্ঞাতনামা ব্যক্তি। ওই ব্যক্তির ব্যবহৃত মোবাইল নং-০১৭২৫-৬৬৪৯৭২। এদিকে ওই নাম্বারে ফোন দিলে নম্বরটি ইনভ্যালিড দেখায়।
এর আগে ২০১৫ সালে একইভাবে ড. আমিনুল ইসলামকে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। সে ঘটনাও তাৎক্ষনিক পুলিশকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
ড. আমিনুল ইসলাম বলেন, আমাকে ফোন দিয়ে বলা হয় দীর্ঘদিন থেকে আপনি টার্গেটে আছেন। কিডন্যাপ করে মেরে ফেলা হবে আপনাকে। কিন্তু আপনি নম্র ভদ্র মানুষ তাই আর্থিক সমঝোতা করতে চাচ্ছি। কতটাকা দিবেন বলেন? আমি বলেছি কোনো টাকা দিতে পারবো না। আপনি যা ইচ্ছা করে নেন।
তাছাড়া দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহতাসিম বিল্লাহকেও ওই দিন সন্ধ্যা ৭ টা ৬ মিনিটেও ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মুহতাসিম বিল্লাহ জানান, আমাকে সর্বহারা কমার মহিউদ্দিন পরিচয়ে ফোন দেয়। এরপর টার্গেটে আছি জানিয়ে সমঝোতা করবে বলে অর্থ দাবি করে। এরপর দেখে নেওয়া হবে এবং প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।
পুলিশকে বিষয়টি জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়নি। প্রক্টরকে জানাবো। নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চাদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই দুই শিক্ষক থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্ত চলছে।
পিবিএ/এএইচ/হক