রাবির ভর্তি আবেদন ফি কমানোসহ চার দাবিতে মানববন্ধন

ফি কমানোসহ চার দাবিতে মানববন্ধন

পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আবেদন ফি ৫০০ টাকায় সীমাবদ্ধ রাখা, একাধিক ইউনিটে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া, ইউনিট প্রতি ৩২,০০০ সিলেকশন পদ্ধতি বাতিল এবং নতুন বিভাগ খোলার দাবি জানান শিক্ষার্থীরা।
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আরেফিন মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তারা বলেন,উচ্চ মাধ্যমিকে পড়া বিষয়গুলোর ওপরই ভর্তি পরীক্ষা দেয়ার যে পদ্ধতি এবার রাখা হয়েছে তা হাস্যকর। এতে করে বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীরা যারা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রস্তুতি নিয়েছে তারা সমস্যায় পড়বে। তাছাড়া এবার ভর্তি ফর্মের যে উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে অনেক অসচ্ছল মেধাবী শিক্ষার্থী আবেদন করতে পারবে না।

তাছাড়া মানববন্ধনে এবারের পরীক্ষা পদ্ধতিতে ইউনিট প্রতি উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে কেবলমাত্র ৩২,০০০ পরীক্ষর্থীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যে সুযোগ রাখা হয়েছে তারও সমালোচনা করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে না নেয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। পরে প্রক্টরের আশ্বাসে তারা মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, উচ্চ মাধ্যমিকে পড়া বিষয়গুলোর উপর ভর্তি পরীক্ষা নেওয়া হলেই মেধার সঠিক মূল্যায়ন হবে। তাছাড়া ভর্তি ফর্মের যে উচ্চমূল্য নির্ধারণের কথা বলা হচ্ছে তা অযৌক্তিক কেননা এবার কেবলমাত্র একটি ইউনিটে পরীক্ষা দিয়েই বিভাগ পরির্তনের সুযোগ নিতে পারবে। এটা শিক্ষার্থী ও অভিভাবকদের দূর্ভোগ লাঘব করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ বলে মন্তব্য করেন তিনি।

পিবিএ/আকরাম হোসাইন/জেডআই

আরও পড়ুন...