পিবিএ,রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবির) নাট্যকলা বিভাগের সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার নাম প্রিয়াঙ্কা সাহা। ২০১৬-১৭ সেশনে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে মাস্টার্স পাস করেন তিনি ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোররাতে সিরাজগঞ্জে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে বিভাগ সূত্রে জানা গেছে।
বিভাগের সহকারী অধ্যাপক কাজী সুশমিন আফসানা বলেন, মেয়েটা বেশ হাসি-খুশি ছিল। কোনো দিন কারও সঙ্গে শক্ত করে কথা বলতে শুনিনি।
সম্প্রতি একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল শুনেছি। কেন আত্মহত্যার পথ বেছে নিল জানি না। মানতেই কষ্ট হচ্ছে।
বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার জন্মদিন ছিল প্রিয়াঙ্কা সাহার। এর বাইরে আর কেউ কিছু জানা যায়নি।
পিবিএ/এএইচ