পিবিএ,রাবি: শিক্ষকদেরকে সর্বহারা পরিচয়ে হত্যার হুমকি, ক্যাম্পাসে ছিনতাইসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামের এক সংগঠন। রোববার (১০ মার্চ) দুপুরে বিশ^বিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাদের ব্যানারে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ছাত্রকল্যাণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, শিক্ষকদের হুমকির মতো ঘটনা ঘটেই চলেছে। তবে দু:খের বিষয় হলো ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদেরকে এখনও শাস্তির আওতায় আনা যায়নি। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্ন বিদ্ধ করে।
সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুই সপ্তাহ আগে সর্বহারা পরিচয়ে রাবির তিন শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটে।
পিবিএ/এএইচ/হক