রাবি থেকে বিদায় নিলো নিহত হিমেলের শেষ চিহ্ন

মনির হোসেন মাহিন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত হিমেলের চিরবিদায়ের পর শহীদ শামসুজ্জোহা হলের প্রথম ব্লকের ১১২ নম্বর রুম থেকে বিদায় নিলো তার ব্যবহৃত ও যত্নেগড়া আসবাবপত্রসমূহ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নুর ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো: একরামুল ইসলামের উপস্থিতিতে হিমেলের মা ও মামার নিকট তার যাবতীয় আসবাবপত্র বুঝিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলি, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক টি.এম.এম নূরুল মোদাচ্ছের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক এ.কে. এম আরিফুল ইসলাম, ও হিমেলের নানা।

আসবাবপত্রের মধ্যে ছিলো হিমেলের ব্যবহৃত কাপর, বইসমূহ, পড়ার চেয়ার, বই রাখার বুক সেল্ফ, লেপতোশকসহ তার নিজ হাতে গড়া চিত্রকর্মগুলো।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে বিশতলা একাডেমিক ভবন নির্মাণস্থলের সামনের সড়কে ট্রাক চাপায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল ঘটনাস্থলেই মারা যান।

 

আরও পড়ুন...