রামগড়ে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সভা

বিজিবি-বিএসএফ রামগড়
পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে দুই দেশের সীমান্ত সংক্রান্ত সমসাময়িক আলোচনা ছাড়াও সীমান্তে হত্যা, নির্যাতন বন্ধ, মাদক চোরাচালান রোধ, ফেনী নদী থেকে অবৈধ ভাবে ভারতের পানি উত্তলন বন্ধ ছাড়াও দুই দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আস্থা, মনোবল ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষে নিয়মিত আলোচনা এবং খেলাধুলা প্রতিযোগীতা অব্যাহত রাখারসহ দুদেশের প্রতিনিধি দল সভায় একমত পোষন করেন।

সকালে রামগড় স্থলবন্দর এলাকায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের বরণ করে নেয়া হয়। এতে বিজিবি’র ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মো: আবদুল হাই এবং বিএসএফের ১৪ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্বে দেন উদয়পুর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি জামিল আহাম্মেদ খান। দুপুরে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে দুদেশের প্রতিনিধি দলের মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় ও প্রীতি ভোজ শেষে বিকেল সাড়ে ৩টার ভারতীয় বিএসএফ দলটি রামগড় স্থলবন্দর সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে যান।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...