পিবিএ,ঢাকা : বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় নোমান গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের এই অবরোধ কর্মসূচির কারণে রামপুরাস্থ ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে এই রোড দিয়ে চলাচলকারী অফিসগামী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
এ সময় আন্দোলনকারী শ্রমিকরা জানায়, তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে। গত সপ্তাহে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি।
পিবিএ/এমএস