রামোসের কনুইয়ের আঘাতে রক্তাক্ত মেসি!

messi

পিবিএ ডেস্ক : চার দিনে দু’বার রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। কোপা দেল রে’র পরে লা লিগায়। দু’বারই রিয়ালের ‘পাড়া’ সান্তিয়াগো বার্নাব্যুয়ে। গত শনিবারের এল ক্লাসিকোয় ফল ১-০। লুইস সুয়ারেস নয়। ২৬ মিনিটে জয়সূচক গোল করেন ইভান রাকিতিচের। রোনালদোহীন রিয়ালের দুঃসময় চলছেই। লা লিগা খেতাবের ক্ষীণ আশাও কার্যত শেষ। টেবিলে বার্সা এক নম্বরে। ২৬ ম্যাচে ৬০। রিয়াল সেখানে ৪৮। রিয়ালের তলিয়ে যাওয়া রুখতে ব্যর্থ গ্যারেথ বেলরা। সমর্থকরা অবশ্য ক্ষিপ্ত বেশি বেলের উপর। শনিবারও তার পায়ে বল যেতেই গ্যালারিতে ভেসেছে শেষ বাঁশির সুর। আওয়াজ উঠেছে, ‘তুমি ওয়েলসে ফিরে যাও গ্যারেথ’।

কোপায় গত বুধবার মেসিকে ম্লান দেখাচ্ছিল। এল ক্লাসিকো কিন্তু আর্জেন্টাইন তারকা গোল পাবেন না, তা কী করে সম্ভব! কিন্তু শনিবারও সেটাই হল। আর হয়েছে হয়তো মেসিকে তার ‘মার্কার’ সারাক্ষণ উত্যক্ত করায়। মার্কারের নাম সার্জিও রামোস। তার মারকাটারি মেজাজের সৌজন্যে রিয়াল বনাম বার্সা ম্যাচ রূপান্তরিত হচ্ছিল মেসি বনাম রামোসে। বিশেষ করে প্রথমার্ধে। মেসি গোল করতে কত বেপরোয়া ছিলেন। উসমান দেম্বেলের ক্রসের জন্য একবার অপেক্ষায় ছিলেন। কিন্তু যে সেন্টার দেম্বেলে করলেন তা কারও নাগালে ছিল না। অথচ বলটা পেলে মেসি গোল পেতেন হয়তো।

তবে সবকিছু ছাপিয়ে গেছে রামোসের মারকাটারি মেজাজ। মেসিকে মেরেছেন কনুই দিয়েও। পরে হাত বাড়িয়ে তুলতে গেলে মাটিতে পড়ে থাকা অবস্থায় উত্তেজিতভাবে মেসিকে কিছু বলতে দেখা যায়। একবার দু’জনে মাথায় মাথা লাগিয়ে পারস্পরিক ক্রোধ স্পষ্ট করেন। আর একবার ঠোঁটে কনুইয়ের গুঁতো মেরে মেসিকে রক্তাক্ত করে ফেলে দেন রামোস। আর তাই ‘মেসিকে মারলেন কেন?’ এমন প্রশ্নের সামনেও পড়ত হয়েছে রামোসকে। তবে রামোস অবশ্য বলেছেন, ‘বাজেভাবেই মেসির মুখে লেগেছে। কিন্তু এটা অনিচ্ছাকৃত। আমাদের মধ্যে সম্পর্ক খারাপ নয়।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...