রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছে তুরস্ক

পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ এর প্রথম চালান গ্রহণ করেছে তুরস্ক। আজ শুক্রবার রাজধানী আঙ্কারার একটি বিমানঘাঁটিতে প্রথম চালানটি পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

খবরে বলা হয়েছে, তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তির পাশাপাশি রুশ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। তুরস্ক বলে আসছে এফ-৩৫ ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আলাদা অবস্থানে থাকবে। আর বিকল্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে যুক্তরাষ্ট্র ধীর গতি দেখানোর কারণেই তারা রুশ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে।

অন্যদিকে এফ-৩৫ কর্মসূচিতেও ব্যাপক বিনিয়োগ করেছে তুরস্ক। বিমানের ৯৩৭টি পার্টস উৎপাদন করছে তুর্কি কোম্পানিগুলো। আবার রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে তুরস্ক। এতেই আপত্তি যুক্তরাষ্ট্রের।

ট্রাম্প প্রশাসনের দাবি, রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং তা নিরাপত্তা হুমকি তৈরি করে। যুক্তরাষ্ট্র চায় রুশ ক্ষেপণাস্ত্রের বদলে তুরস্ক মার্কিন প্যাট্রিয়ট বিমানবিধ্বংসী ব্যবস্থা কিনুক। এছাড়া আপত্তি সত্ত্বেও রুশ ক্ষেপণাস্ত্র কিনলে এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়ারও হুমকি দেয় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞারও হুমকি তুরস্ককে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান বলেছিলেন তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে না।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...