রাষ্ট্র গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘১৯৭১ সালে বহু মানুষ ও বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পর স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতা ও একটা দলের ব্যর্থতার জন্য এটি হয়েছিল। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন কোনোভাবেই নস্যাৎ বা নষ্ট না করি।’

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন। একাত্তরে মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা দেশের প্রতি স্বপ্ন, ভালোবাসা ও প্রত্যয় নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, জুলাই গণ-অভ্যুত্থান সেটারই ধারাবাহিকতা ছিলো।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ ও ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় লড়াই করেছে।’

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। সেদিন রাতের আঁধারে জাতির মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখে।

আরও পড়ুন...