রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের: ওয়াদুদ ভূঁইয়া

মো: এনামুল হক,স্টাফ রি‌পোর্টার: খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পির সভাপ‌তি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের।

অন্তর্বতীকালীন সরকারের সব প্রতিষ্ঠানের সংস্কারের সুযোগ নেই। তাই কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা দলীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির সকল সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এসব কথা ব‌লেন।

পাহাড়কে অশান্ত করে ফ‌্যা‌সিষ্ট সরকা‌রের প্রেতাত্মারা অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টার অভিযোগ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন,পার্বত্যাঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই সকল ষড়যন্ত্র মোকা‌বিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

জনগণের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দিয়ে নেতাক‌র্মী‌দের উ‌দ্ধে‌শ্যে তি‌নি বলেন, নির্বাচনকে মাথায় রেখে জনগণের দুয়ারে দুয়ারে যে‌তে হ‌বে। এসময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরু‌দ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে ব‌লে হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিহিংসা ও সাম্প্রদায়িক হামলা করা যাবেনা উ‌ল্লেখ ক‌রে ওয়াদুদ ভুইয়া ব‌লেন, কোনো অবস্থায় পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বিনষ্ট করা যাবে না। কারও বাড়িতে, দোকানপাটে হামলা করা যাবেনা। শান্তি ও সম্প্রীতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সহাবস্থানে থাকতে হবে।

ফ‌্যা‌সিস্ট সরকারের প্রেতাত্মারা পাহা‌ড়ে স‌হিংসতা ও অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার ল‌ক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে উ‌ল্লেখ ক‌রে ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, পাহা‌ড়কে উত্তপ্ত কর‌তে স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সবাই‌কে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে ব‌লে জানান তি‌নি।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা, আবু ইউসুফ চৌধুরী, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন প্রমুখ বক্তব‌্য রা‌খেন ।

এসময় জেলার বি‌ভিন্ন উপ‌জেলা,পৌরসভা ও ইউনিয়নের পর্যায়ের বিএন‌পি অংগ ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...