রাসানিয়ক সার গোডাউনে লাচ্ছা সেমাই, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিবিএ,নাটোর: রাসায়নিক সার গোডাউনে খাদ্যদ্রব্য লাচ্ছা সেমাই মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নাটোরের নলডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার উপজেলার নলডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের নাটোর সহকারি পরিচালক সামছুল আলম।

রাসানিয়ক সার গোডাউনে লাচ্ছা সেমাই, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভোক্তা অধিকার অধিদপ্তরের নাটোর সহকারি পরিচালক সামছুল আলম জানান, রমজানে ভেজাল খাদ্য দ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ভাই ভাই ষ্টোরের রাসায়নিক সার গোডাইনে খাদ্য দ্রব্য লাচ্ছা সেমাই অবৈধ মজুদ রাখার অপরাধে মালিক নাসির উদ্দিনের ৫ হাজার টাকা ও মেসার্স মমতাজ ষ্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের নাটোর জেলা শাখার

সাধারন সম্পাদক রইস উদ্দিন ও ক্যাবের নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ উপস্থিত ছিলেন।

পিবিএ/এআই/আরআই

আরও পড়ুন...