রাস্তা না থাকায় মুক্তিযোদ্ধা পরিবারের দুর্ভোগ

পিবিএ,গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকানীয়া গ্রামের মুক্তিযোদ্ধা রজব আলী কমন্ডারের বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবার ও তার সন্তানদের।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহগঞ্জ বাজার থেকে বেখৈরহাটী রাস্তার সংযোগ সড়কে মনির উদ্দিন দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধার বাড়ি পর্যন্ত রাস্তা নেই। হাটু পানি মাড়িয়ে পরিবারের লোকজনকে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধার সন্তান জুলহাস মিয়া অভিযোগের সুরে জানান, কোনো জনপ্রতিনিধি আমাদের দিকে নজর দেয়না। আমাদের বাড়িতে যাওয়ার মতো কোন রাস্তা নেই। সারা বর্ষায় হাটু পানি দিয়ে চলাচল করতে হয়। কেউ অসুস্থ হলে কোলে করে নিয়ে যেতে হয় রাস্তায়। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মুক্তিযোদ্ধার পরিবার।

পিবিএ/মোঃ হুমায়ুন কবির/এসডি

আরও পড়ুন...

preload imagepreload image