রাস্তা নির্মাণে নিম্ন মানের সামগ্রী, এমপিসহ স্থানীয়দের মানববন্ধন

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে ঠিকাদার ও প্রকৌশলীর বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
শনিবার দুপুরের দিকে গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসি। স্থানীয়দের দাবি মেহেরপুরএলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান ও গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখের অর্থ বাণিজ্য করার কারণেই নি¤œমানের সামগ্রী দিয়ে নওদাপাড়া গ্রামের সড়ক নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করছে ঠিকাদার।
নওদাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও নুরেদ হোসেনসহ স্থানীয়রা জানান, নি¤œমানের সামগ্রী ব্যবহার করার কারণে কার্পেটিং উঠে যাচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন হুমকি দিচ্ছে। কর্তৃপক্ষ যথাযথ তদারকি না করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান মনগড়া কাজ করছে। অবিলম্বে নিম্ন মানের সামগ্রী তুলে সরকারী বিধি মোতাবেক কাজ করার দাবি করেন তারা।
এদিকে উপজেলার বামন্দী-মটমুড়া সড়কে নিম্ন মানের সামগ্রী ব্যবহার ও রাস্তার পাশে মাটি না দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
স্থানীয়দের দাবি মেহেরপুর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান ও গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখকে ম্যানেজ করে ঠিকাদার মকলেছুর হোসেন ইচ্ছামত কাজ করছে। তবে মকলেছুর দাবি করেন তার কাজ ভালো হচ্ছে।

নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার খবর পেয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন কিছু এলাকার কাজের পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে নিম্ন মানের কাজের অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকারদার প্রতিষ্ঠানকে সঠিক ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডির মেহেরপুর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান ও গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখসহ আ.লীগের নেতৃবৃন্দ।
এদিকে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সামনেই নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান ও গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রকৌশলী এবং ঠিকাদারের উপর চড়াও হয় বিক্ষুদ্ধ এলাকাবাসি। এসময় প্রকৌশলী ও ঠিকাদারের বিচারের দাবীতে মানববন্ধন করা হয়। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।

পিবিএ/সাহাজুল সাজু/এমআর

আরও পড়ুন...