রাহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

তাহজীবুল আনাম, পিবিএ কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের সংঘর্ষে নুর নাহার নামে এক রোহিঙ্গা নারী নিহত এবং আরও দুই নারী আহত হয়েছেন।

তথ্য সুত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল পৌনে ৮ টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ছেলে ও মেয়েদের মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে ৪০ বছর বয়সি এক রোহিঙ্গা নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুটে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পে থাকা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত মহিলা হচ্ছে,লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-বল্ক এলাকার নুর আলমের স্ত্রী নূর নাহার (৪০)।

এই ঘটনায় আরো দুই রোহিঙ্গা নারী গুরুতর আহত হয়েছেন। তারা মোঃ আমিনের মেয়ে ফেরদৌসি (২৫) ও আল মরিজান (৩৩)।

টেকনাফ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ পিবিএ কে জানান, সংঘাতের বিষয় জেনে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছেন এবং মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...