রাহুল-কোহলির সেঞ্চুরিতে ভারতের রান-পাহাড়

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার যেখানে শেষ করেছিলেন রিজার্ভ ডেতে যেন সেখান থেকেই শুরু করেন। উইকেট কিছুটা ভেজা থাকলে পেসাররা বাড়তি সুবিধা পায়, তবে কলম্বোতে আজ সেটার সিকি ভাগও কাজে লাগাতে পারেননি পাকিস্তানি পেসাররা। উল্টো লাইন-লেন্থ হারিয়ে নিজেদের খুঁজেছেন শাহিন আফ্রিদি-নাসিম শাহরা। সেই সুযোগ দুই হাত ভরে নিয়েছেন বিরাট কোহলি-লোকেশ রাহুল। তাদের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করেছে ভারত। কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২২ রান। রাহুলও অপরাজিত থেকেছেন ১১১ রান করে।

আরও পড়ুন...