রায়পুরায় ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের নবগঠিত উপদেষ্টা কমিটির পরিচিতি অনুষ্ঠান ও ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলার পলাশতলী বাজারের পাশে ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আবেদ টেক্সটাইলের ডিরেক্টর মাহবুবুর রহমান মনির।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, হাজী বাদল মিয়া, আব্দুল হাই রানা, কামরুল ইসলাম, সোহেল আহমেদ, আল সাবাহ হাসপাতালের পরিচালক বায়েজিদ আহমেদ প্রমূখ।
এ ব্লাড ডোনার্স ফাউন্ডেশন প্রতিষ্ঠার ৩ মাসে ৪০ জনেরও বেশি মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...